আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়া সফর পশ্চিমা দেশগুলোতে উদ্বেগ সৃষ্টি করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ সফরকে 'অত্যন্ত হতাশাজনক' বলে মন্তব্য করেছেন। মোদি গত সোমবার মস্কো পৌঁছান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উষ্ণ অভ্যর্থনা পান। এটি ভারতের প্রধানমন্ত্রীর তৃতীয় মেয়াদে প্রথম বিদেশ সফর। মস্কোতে পৌঁছে পুতিনের বাসভবনে মোদি এবং পুতিন এক অনানুষ্ঠানিক বৈঠক করেন। এর পরদিন, ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৪১ জন নিহত ও প্রায় ২০০ জন আহত হন।
সফরের প্রথম দিন, পুতিন এবং মোদি পরস্পরকে আলিঙ্গন করেন এবং বৈদ্যুতিন গাড়িতে চড়ে ঘোড়ার আস্তাবল পরিদর্শন করেন। এ সময়েই রাশিয়ার প্রাণঘাতী হামলা ইউক্রেনের বিভিন্ন শহরে তীব্র আঘাত হানে। জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, 'বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতাকে এমন দিনে মস্কোতে পুতিনকে আলিঙ্গন করতে দেখা অত্যন্ত হতাশাজনক এবং এটি শান্তি প্রচেষ্টার প্রতি আঘাত।' মস্কোয় প্রবাসী ভারতীয়দের সংবর্ধনা অনুষ্ঠানে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি মোদি। তবে তিনি ভারত ও রাশিয়ার সম্পর্কের প্রশংসা করেন এবং ইয়েকাতেরিনবার্গ ও কাজানে দুটি নতুন কনস্যুলেট খোলার ঘোষণা দেন।