আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে তালেবান নীতি পুলিশ নারীদের ওপর অত্য়াচার চালাচ্ছে। সম্প্রতি জাতিসংঘ একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। গতকাল মঙ্গলবার জাতিসংঘ এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যত দিন যাচ্ছে আফগানিস্তানে নারীদের ওপর অত্যাচারের পরিমাণ বাড়ছে। তালেবান প্রশাসন নীতি পুলিশের সংখ্যা বাড়িয়েছে। যাদের কাজ নারীদের ওপর নজর রাখা। নীতি এবং আদর্শ বিষয়ক আলাদা মন্ত্রণালয় তৈরি করেছে তালেবান। নীতি পুলিশ তারই অংশ। আফগানিস্তানে মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। পশ্চিমা কায়দায় চুল কাটা বা গান শুনতে দেওয়া হচ্ছে না নারীদের। পুরুষ সঙ্গী ছাড়া নারীদের ঘরের বাইরেও চলাফেরা করতে পারবেন না তারা। যে কারণে ভিটেছাড়া হচ্ছে পাকিস্তান-আফগান সীমান্তের মানুষ।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে ক্রমশ নারীদের ওপর নিষেধাজ্ঞার পরিমাণ বেড়েছে। যদিও ক্ষমতায় এসে তালেবান জানিয়েছিল, তারা এবার অনেক বেশি আধুনিক শাসন প্রতিষ্ঠা করবে। কিন্তু শেষ পর্যন্ত তা মানা হয়নি। নীতি পুলিশদের হাতে প্রচুর ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। ইসলাম-বিরোধী কাজের অভিযোগে অনেক নারীদের গ্রেপ্তার করছে তারা, এমনকি মারধর ও শাস্তি পর্যন্ত দেওয়া হচ্ছে। এ বিষয়ে তালেবান দাবি করে বলেছে, সমাজ সংস্কারের লক্ষ্য়েই এমন কাজ করা হচ্ছে।