News71.com
 International
 11 Jul 24, 11:07 PM
 57           
 0
 11 Jul 24, 11:07 PM

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ॥ মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে বরখাস্ত

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ॥ মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে বরখাস্ত

 

আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ার মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। সরকারবিরোধী বিক্ষোভের জেরে বৃহস্পতিবার এই পদক্ষেপ নিলেন তিনি। প্রেসিডেন্ট বলেন, শুধু ডেপুটি প্রেসিডেন্ট রিগাথি গাচাগুয়া ও প্রধান মন্ত্রিপরিষদ সচিব মুসালিয়া মুদাবাদী স্বপদে বহাল থাকবেন। নাইরোবিতে সাংবাদিকদের সামনে তিনি বলেন, সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন পদক্ষেপের পরেও কেনিয়ার মানুষ বিশ্বাস করে এই প্রশাসন দেশের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। তাছাড়া আমার প্রতি কেনিয়ার মানুষের যে উচ্চ প্রত্যাশা রয়েছে তা আমি জানি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন