News71.com
 International
 11 Jul 24, 11:20 PM
 49           
 0
 11 Jul 24, 11:20 PM

ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ভারতীয়দের ফেরত পাঠাবে রাশিয়া॥

ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ভারতীয়দের ফেরত পাঠাবে রাশিয়া॥


আন্তর্জাতিক ডেস্কঃ রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া এবং ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে রাশিয়া। ভারতীয়দের তাদের নিয়োগকে সম্পূর্ণ বাণিজ্যিক উল্লেখ করে বিষয়টির দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছে মস্কো। বুধবার (১০ জুলাই) ভারতে অবস্থিত রুশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স রোমান বাবুশকিন বলেছেন, রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের প্রয়োজন নেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ভারতের সংবাদমাধ্যম এএনআইকে রোমান বাবুশকিন বলেছেন, যুদ্ধরত বেশিরভাগ ভারতীয় রাশিয়ায় এসেছিলেন কাজ করার জন্য। কিন্তু তাদের নিয়োগ হয়েছে সেনাবাহিনীতে। এই ভারতীয়ের সংখ্যা এতোটাই নগণ্য যে, তারা যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির কোন পরিবর্তন করতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন