News71.com
 International
 12 Jul 24, 10:04 AM
 63           
 0
 12 Jul 24, 10:04 AM

বিদেশে ভিক্ষাবৃত্তিতে জড়িত ২ হাজার ব্যক্তির পাসপোর্ট বাতিল করেছে পাকিস্তান॥

বিদেশে ভিক্ষাবৃত্তিতে জড়িত ২ হাজার ব্যক্তির পাসপোর্ট বাতিল করেছে পাকিস্তান॥


আন্তর্জাতিক ডেস্কঃ বিদেশে পাকিস্তানের ভাবমূর্তি নষ্টের অভিযোগে দেশটির সরকার ২,০০০ টিরও বেশি পেশাদার ভিক্ষুকের পাসপোর্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে যে বিশ্বব্যাপী কর্মরত পাকিস্তানি দূতাবাস থেকে এই ব্যক্তিদের একটি তালিকা সংগ্রহ করা হয়েছে এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে যে পাকিস্তানের বাইরে ভিক্ষা করতে ধরা পড়া ব্যক্তিদের সাত বছরের জন্য তাদের পাসপোর্ট স্থগিত করা হয়েছে।

পাকিস্তানি কর্তৃপক্ষ বলেছে যে বিদেশে ভিক্ষা করা শুধু পাকিস্তানের সুনামই নষ্ট করে না বরং তার নাগরিকদের সম্মানও ক্ষুণ্ন করে। সরকার বিদেশে ভিক্ষাবৃত্তিতে নিযুক্ত ব্যক্তিদের সহায়তাকারী এজেন্টদের পাসপোর্ট বাতিল করতে চায়। প্রতিবেদনে বলা হয়েছে যে অসংখ্য ভিক্ষুক সৌদি আরব, ইরান এবং ইরাকের মতো গন্তব্যে তীর্থযাত্রা বা ওমরাহ করার জন্য ভ্রমণ করে। পাকিস্তানের ভিখারিরা কিন্তু শুধু নিজেদের দেশেই ভিক্ষা করে এমন নয়। তারা সারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষা করতে অভ্যস্ত। বেশ কয়েক বছর ধরেই এই ট্রেন্ড চলছে। আর এই নিয়ে বহুবার পাকিস্তানের মুখ পুড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন