আন্তর্জাতিক ডেস্কঃ নির্বাচনী প্রচারকালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হয়েছেন। তাকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালানো হয়। বাটলার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গণমাধ্যমে জানিয়েছেন, এ ঘটনায় বন্দুকধারী ও আরেকজন নিহত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের মাথার কোনো এক পাশে গুলি লেগেছে। তার কানের পাশে মুখে রক্ত দেখা গেছে। হামলার পর ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেন নিরাপত্তারক্ষীরা এরপর দ্রুত পাশে থাকা এক গাড়িতে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার প্রচার শিবির জানিয়ছে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত। গুলির পর কেমন আছেন ট্রাম্প, জানাল সিক্রেট সার্ভিস বাইডেন আরও বলেছেন, হামলা সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়েছে। শিগগিরই ট্রাম্পের সঙ্গে কথা বলে তার খোঁজখবর নিতে পারবেন বলে আশা করছেন। তিনি বলেন, ‘আমরা এ ধরনের ঘটনা ঘটতেে দিতে পারি না। আমরা এটা সহ্য করতে পারি না’ এ ঘটনায় সিক্রেট সার্ভিসের সদস্যরা এক আততায়ীকে গুলি করলে তিনি ঘটনাস্থলে নিহত হন বলে সিএনএন জানিয়েছে।