News71.com
 International
 30 Jul 24, 04:20 PM
 57           
 0
 30 Jul 24, 04:20 PM

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে ফের কোটা আন্দোলন প্রসঙ্গ॥

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে ফের কোটা আন্দোলন প্রসঙ্গ॥

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ  দেশে কোটাব্যবস্থা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে। ব্রিফিংয়ে কোটা আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা হেফাজতে রেখে জোর করে বিবৃতি আদায়ের প্রসঙ্গও উঠে আসে। স্থানীয় সময় সোমবার (২৯ জুলাই) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশে প্রকাশ্যে এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই আমরা বর্তমান পরিস্থিতির স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার প্রতি আমাদের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন