আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকা থামিয়ে দিয়েছেন। হোয়াইট হাউসের দৌড়ে এখন ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান উভয় প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। নতুন প্রকাশিত জরিপের ফলাফলে এটা দেখা গেছে। মঙ্গলবার প্রকাশিত একাধিক জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে সরে যাওয়ার পর, ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী হওয়ার পর থেকে হ্যারিস ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছেন।
ব্লুমবার্গ নিউজ/মর্নিং কনসাল্টের নিবন্ধিত ভোটারদের এক জরিপ অনুযায়ী, হ্যারিস চারটি প্রধান নির্বাচনী যুদ্ধক্ষেত্র রাজ্যে ট্রাম্পের থেকে এগিয়ে আছেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট দুইটিতে এগিয়ে আছেন। মিশিগানে হ্যারিস ট্রাম্পের থেকে ১১ শতাংশ পয়েন্ট এগিয়ে আছেন এবং অ্যারিজোনা, উইসকনসিন এবং নেভাদায় দুই পয়েন্ট এগিয়ে আছেন। অন্যদিকে, পেনসিলভানিয়াতে ট্রাম্প চার পয়েন্ট এগিয়ে এবং উত্তর ক্যারোলিনাতে দুই পয়েন্ট এগিয়ে। জর্জিয়াতে তারা সমান সমান। মিশিগান এবং পেনসিলভানিয়া বাদে সব রাজ্যে এই ফলাফলে ত্রুটির সম্ভাবনা ক্ষীণ (ত্রুটি হলে সেটা হবে স্যাম্পলের জন্য)। যদি নির্বাচনের দিন জরিপের ফলাফল প্রতিফলিত হয়, তাহলে যে প্রার্থী জর্জিয়া জিতবেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।