আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে এসেছে বিক্ষোভকারীরা। তারা পথে পথে সহিংস বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা ব্যাপক অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। তাদের দমন করতে মুহুর্মুহু টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। সংঘাতে চার জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ মধ্য কারাকাসের রাস্তায় নেমে আসে। কেউ কেউ শহরের চারপাশের পাহাড়ি এলাকা কিংবা বস্তি থেকে কয়েক মাইল পথ হেঁটে রওয়ানা দেন প্রেসিডেন্ট প্রাসাদের দিকে।
রবিবার প্রকাশিত ফলাফলে দেশটির নির্বাচন কমিশন নিকোলাস মাদুরোকে প্রেসিডেন্ট পদে জয়ী দাবির পরদিন এই বিক্ষোভ শুরু হয়। কারণ, দেশটির বিরোধী দল মাদুরোকে বিজয়ী ঘোষণাকে জালিয়াতি বলে আখ্যা দিয়েছে। তারা বলছেন, বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস অন্তত ৭৩ দশমিক দুই শতাংশ ভোট পেয়ে নিশ্চিতভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচনের আগে জনমত জরিপেও স্পষ্ট জয়ের আভাস ছিল গঞ্জালেসের।