আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের তৈরি বিধ্বংসী ফাতেহ-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার বেশ কয়েকজন সামরিক সদস্য বর্তমানে ইরানে প্রশিক্ষণ নিচ্ছেন। ইরান শিগগিরই রাশিয়াকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হবে। খবর রয়টার্সের। ইরান খুব দ্রুত তার ফাতেহ-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মস্কোকে সরবরাহ করতে যাচ্ছে বলে রয়টার্সকে এ তথ্য দিয়েছে ইউরোপের দুটি গোয়েন্দা সূত্র। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা গত ১৩ ডিসেম্বর ইরানের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে একটি চুক্তি স্বাক্ষর করেছেন বলে ধারণা করা হচ্ছে। এই চুক্তির অধীনে রাশিয়াকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে, যা সম্পূর্ণ ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি।