News71.com
 International
 12 Aug 24, 10:46 AM
 57           
 0
 12 Aug 24, 10:46 AM

ভারতের আদানি গ্রুপ নিয়ে নতুন বিতর্ক॥ যুক্তরাষ্ট্র ভিত্তিক হিন্ডেনবার্গের প্রতিবেদন

ভারতের আদানি গ্রুপ নিয়ে নতুন বিতর্ক॥ যুক্তরাষ্ট্র ভিত্তিক হিন্ডেনবার্গের প্রতিবেদন

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগবিষয়ক গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে। সংস্থাটি এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রুপটির অফশোর ফান্ডে অংশীদারিত্ব ছিল ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (এসইবিআই) চেয়ারপারসন মাধবী পুরী বুচ ও তাঁর স্বামী ধবল বুচের। রোববার আদানি গোষ্ঠীকে নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংস্থাটি। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন করে চাপে পড়েছেন। আদানি গোষ্ঠীর মালিক গৌতম আদানির সঙ্গে মোদির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে এক বিবৃতিতে অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন মাধবী। খবর রয়টার্স ও এনডিটিভির।

হিন্ডেনবার্গের নতুন নথি অনুসারে, এমন একটি অফশোর তহবিলে বুচ দম্পতির অংশীদারিত্ব ছিল, যেখানে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির ভাই বিনোদ আদানি বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিলেন। তবে বিষয়টি অস্বীকার করে আদানি গ্রুপ পাল্টা বিবৃতিতে জানিয়েছে, বিদেশে আদানি গ্রুপের উপস্থিতি পুরোপুরি স্বচ্ছ। এতে গোপন কোনো বিষয় নেই। গত শনিবার এক্স পোস্টে হিন্ডেনবার্গ রিসার্চ ইঙ্গিত দেয়, ‘শিগগির ভারতে বড় কিছু হতে চলেছে।’ প্রতিবেদনে অভিযোগ, বুচ দম্পতি মরিশাস ও বারমুডার এমন সব ভুয়া বিদেশি সংস্থায় বিনিয়োগ করে রেখেছেন, যাদের সঙ্গে গৌতম আদানির ভাই বিনোদ আদানি প্রত্যক্ষভাবে জড়িত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন