আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার পশ্চিমে কুরস্ক অঞ্চলের ২০ কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনা সদস্যরা। ২০২২ সালে ইউক্রেনে হামলা শুরুর পর এই প্রথম মস্কোর এত ভেতরে ঢুকে পড়ল ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের সেনাদের প্রতিরোধে রুশ বাহিনী পাল্টা হামলা শুরু করেছে। সেখানে অতিরিক্ত সেনাসদস্য পাঠিয়েছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনও সেখানে তাদের সেন্য সংখ্যা বাড়াচ্ছে। খবর- রয়টার্স। রাশিয়ার ভেতরে ইউক্রেনের এই হামলায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রশাসনের দুর্বলতার চিত্র সামনে এসেছে। পুতিন একে উস্কানি হিসেবেও দেখছেন। ইউক্রেনের সেনাবাহিনী সেখানকার বেশ কয়েকটি গ্রাম দখল করে নিয়েছে। এ পরিস্থিতিতে দেশটির তিন অঞ্চলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে মস্কো। অঞ্চলগুলো হলো ইউক্রেন সীমান্তবর্তী শহর কুরস্ক, বেলগোরদ ও ব্রিয়ানস্ক। গত এক সপ্তাহ ধরে রুশ ভূখণ্ডে অভিযান চালাচ্ছে ইউক্রেন।