আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ডোডা জেলার আসসর এলাকায় চার জঙ্গির খোঁজে গিয়েছিল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। সেই সময় সেনা-জঙ্গিদের মধ্যে ব্যাপক সংঘর্ষে নিহত হন ক্যাপ্টেন দীপক সিং। ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, এনকাউন্টারে একজন স্থানীয় নাগরিক আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আমেরিকার তৈরি এম ফোর অসল্ট রাইফেলসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকমাস ধরে একের পর এক জঙ্গি হামলায় রক্তাক্ত উপত্যকা। তবে শুধু জম্মু ও কাশ্মীর নয়, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে ভারতের একাধিক জায়গায় আত্মঘাতী জঙ্গি হামলার ছক কষছে জঙ্গিরা বলে গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে। গোয়েন্দা বিভাগের রিপোর্টের ভিত্তিতে এরইমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দেশের ভিভিআইপিদের টার্গেট করার পরিকল্পনা করছে জঙ্গিরা। সূত্র : সংবাদ প্রতিদিন ও পার্সটুডে।