আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের পার্লামেন্টে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিরোধী এক নেতাকে জেলে দেওয়ার বিতর্কে শুক্রবার দেশটির ইতিহাসে বিরল এই ঘটনা ঘটে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে কারাদণ্ড দেওয়া হয় তুরস্কের এক বিরোধী দলীয় আইনপ্রণেতাকে। এ নিয়ে শুক্রবার পার্লামেন্টে বিতর্ক শুরু হয়। এক সময় হাতাহাতিতে জড়িয়ে পড়েন আইনপ্রণেতারা। এ ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বিরোধীদলীয় নেতা আহমেত সিক বক্তৃতা দেওয়ার সময় তার দিকে ধেয়ে আসেন ক্ষমতাসীন একেপি দলের আইনপ্রণেতারা। এ সময় তাকে কিল-ঘুষি মারতে থাকেন। তাকে ঘুষি দিতে ছুটে আসছেন এবং আরও কয়েকজন এই হাতাহাতিতে যোগ দিচ্ছেন। কেউ কেউ অন্যদের আটকানোরও চেষ্টা করছেন। স্পিকারের পোডিয়ামে রক্ত ছড়িয়ে পড়তেও দেখা গেছে।