আন্তর্জাতিক ডেস্কঃ ছুটির দিনে আপনার বস আপনাকে ই-মেইল করছেন? বা কাজ শেষ হওয়ার পরও কাজের মেসেজ থেকে মুক্তি নেই? অস্ট্রেলিয়ায় কর্মীরা এখন এমন চল থেকেও মুক্তি পেতে চলেছেন। দেশটিতে সোমবার চালু হওয়া এই নতুন আইন বলছে, অধিকাংশ ক্ষেত্রে কাজের সময়ের বাইরে পাঠানো ই-মেইল না পড়লে বা ফোন না ধরলে সেই কর্মীকে কোনো শাস্তি দেওয়া যাবে না। এই আইনের সমর্থকদের মতে, কাজের ফোন বা ই-মেইল যেভাবে কারো ব্যক্তিগত সময়ে ব্যাঘাত ঘটায়, তার বিরুদ্ধে একটা কড়া বার্তা দেবে। করোনা মহামারির সময় সবচেয়ে বেশি ঘেঁটে যায় ঘর ও কাজের মাঝে সীমানা।