News71.com
 International
 30 Aug 24, 12:16 PM
 72           
 0
 30 Aug 24, 12:16 PM

সেপ্টেম্বরের শুরুতে গাজায় ৩ দিনের ‘যুদ্ধবিরতি’॥ ডব্লিউএইচও

সেপ্টেম্বরের শুরুতে গাজায় ৩ দিনের ‘যুদ্ধবিরতি’॥ ডব্লিউএইচও

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের শুরু থেকে ৩ দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে। মূলত জাতিসংঘের কর্মকর্তারা যেন অঞ্চলটির শিশুদের পোলিও টিকা দিতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করতেই এই মানবিক যুদ্ধবিরতি। গতকাল বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিষয়টি নিশ্চিত করেছে। ফিলিস্তিনি অঞ্চলের জন্য নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিক পিপারকর্ন বলেছেন, ‘আমরা যেভাবে আলোচনা করেছি এবং সম্মত হয়েছি যে, এই ক্যাম্পেইনটি সেপ্টেম্বরের প্রথম তারিখে মধ্য গাজায় তিন দিনের জন্য শুরু হবে এবং টিকা দেওয়ার সময় একটি মানবিক যুদ্ধবিরতি থাকবে।’ রিক পিপারকর্ন জানান, দক্ষিণ ও উত্তর গাজায় টিকা দেওয়া হবে। এসব অঞ্চলেও আলাদা আলাদা করে তিন দিনের বিরতি পাবে। প্রয়োজনে ইসরায়েল অতিরিক্ত এক দিন যুদ্ধবিরতি বাড়াতেও সম্মত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন