News71.com
 International
 31 Aug 24, 10:10 AM
 65           
 0
 31 Aug 24, 10:10 AM

গত এক বছরে বাড়িতে একাকী মারা গেছেন ৪০ হাজার জাপানি॥

গত এক বছরে বাড়িতে একাকী মারা গেছেন ৪০ হাজার জাপানি॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে ২০২৪ সালের প্রথমার্ধে প্রায় ৪০ হাজার মানুষ নিজ বাড়িতে একাকী মারা গেছেন। দেশটির এক পুলিশ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্যমতে, প্রায় ৪ হাজার মানুষের মৃত্যুর এক মাসেরও বেশি সময় পরে জানা গেছে যে, তারা মারা গেছে। আর ১৩০ টি মৃতদেহ এক বছর পর খুঁজে পাওয়া গেছে। এই দীর্ঘ সময়ে তাদের খোঁজখবরও কেউ করেনি। জাতিসংঘ বলছে, জাপানে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষ বাস করে। পুলিশ সংস্থা আশা করছে তাদের প্রতিবেদন জাপানের বুড়িয়ে যাওয়া জনগোষ্ঠীর বাড়বাড়ন্তের বিষয়টি সামনে নিয়ে আসবে, যারা একাকী বেঁচে থাকে এবং একা থাকা অবস্থাতেই মারা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন