News71.com
 International
 16 Sep 24, 06:15 PM
 35           
 0
 16 Sep 24, 06:15 PM

ভারতীয় নৌবাহিনীর বৈঠকে ইস্যু ‘বাংলাদেশ সংকট’॥

ভারতীয় নৌবাহিনীর বৈঠকে ইস্যু ‘বাংলাদেশ সংকট’॥

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সৃষ্ট সংকট ও দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান তৎপরতা পরিস্থিতি পর্যালোচনা করতে চার দিনের বৈঠকে বসছেন ভারতের নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা।আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এ বৈঠকে চীন ও পাকিস্তানের বিষয়গুলোও গুরুত্ব পাবে বলে জানা গেছে। ভারতের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা এএনআই।

দিল্লির নতুন নৌ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিক হতে যাচ্ছে। অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম সম্মেলন। কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের শাসনব্যবস্থার পরিবর্তন, চীনের ক্রমবর্ধমান তৎপরতা ও পাকিস্তানের সামরিক সহায়তার বিষয়গুলো বৈঠকের আলোচনায় প্রধান্য পাবে। এর আগে লক্ষ্ণৌতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর আহ্বানের কয়েক দিন পরই বৈঠকের ঘোষণা দিল নৌবাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন