News71.com
 International
 18 Sep 24, 09:15 AM
 20           
 0
 18 Sep 24, 09:15 AM

লেবাননে পেজার বিস্ফোরণে নিহত ৮॥ আহত ইরানী রাষ্ট্রদূতসহ অন্তত আড়াই হাজার

লেবাননে পেজার বিস্ফোরণে নিহত ৮॥ আহত ইরানী রাষ্ট্রদূতসহ অন্তত আড়াই হাজার

 


আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননে পেজার বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুই হাজার ৭৫০ জন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেবাবননজুড়ে, বিশেষত দক্ষিণ লেবাবননের হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আহতদের মধ্যে রয়েছেন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সদস্য, মেডিকেল শিক্ষার্থী এবং বৈরুতে ইরানের রাষ্ট্রদূত।

লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি লেবাননে হিজবুল্লাহ ও অন্যান্যদের যোগাযোগে ব্যবহৃত পেজার বিস্ফোরণকে 'ইসরায়েলি আগ্রাসন' বলে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি এর নিন্দা জানিয়েছেন। হিজবুল্লাহ এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। সংগঠনটি বলেছে, ইসরায়েল এর 'ন্যায্য শাস্তি' পাবে। রয়টার্স যোগাযোগ করলে বিস্ফোরণ নিয়ে প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানায় ইসরায়েল। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর আন্তঃসীমান্ত যুদ্ধ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন