আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননে গত মঙ্গলবার দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ব্যবহৃত কয়েক শ পেজার একযোগে বিস্ফোরিত হয়। এতে অন্তত ৯ জন নিহত এবং প্রায় ৩ হাজার জন আহত হয়। এই পেজারগুলো তাইওয়ানের একটি প্রতিষ্ঠানের নামে তৈরি। এ ঘটনার পর থেকেই তাইওয়ানের নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলো নড়েচড়ে বসেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাইওয়ানের একটি কোম্পানি এই পেজারগুলো উৎপাদনের সঙ্গে যুক্ত থাকায় তাইওয়ানের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো লেবাননে হিজবুল্লাহর কয়েক হাজার পেজার বিস্ফোরণের ঘটনাটি খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। একই অবস্থান ব্যক্ত করা হয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কো বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, তাঁর সরকার লেবাননে চলমান ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এর বাইরে আর কোনো মন্তব্য তিনি করেননি।