News71.com
 International
 20 Sep 24, 09:50 AM
 23           
 0
 20 Sep 24, 09:50 AM

নেতানিয়াহুকে হত্যায় ইরানি ষড়যন্ত্রের অভিযোগে সম্পৃক্ত ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার॥

নেতানিয়াহুকে হত্যায় ইরানি ষড়যন্ত্রের অভিযোগে সম্পৃক্ত ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির অন্য শীর্ষ কর্মকর্তাদের হত্যা করার একটি ইরানি চক্রান্তের সঙ্গে জড়িত আছেন সন্দেহে এক ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। ইসরায়েলের পুলিশ ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ওই ব্যক্তি দুইবার গোপনে ইরানে গিয়েছিলেন এবং মিশন চালানোর জন্য অর্থ গ্রহণ করেছেন।এক যৌথ বিবৃতিতে তারা জানায়, সন্দেহভাজন একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তুরস্কে বসবাস করতেন। তার তুর্কি যোগাযোগ ছিল যারা তাকে ইরানে নিয়ে যেতে সাহায্য করেছিল। আঞ্চলিক চিরশত্রু ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই গ্রেপ্তারের ঘোষণাটি এল।বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহভাজনকে গত মাসে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান তার লক্ষ্য ছিল।গত মাসে গ্রেপ্তার করা হলেও সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি, জানিয়েছে বিবিসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন