News71.com
 International
 23 Sep 24, 07:46 PM
 84           
 0
 23 Sep 24, 07:46 PM

নতুন গোয়েন্দাপ্রধান নিয়োগ দিলো পাকিস্তান॥

নতুন গোয়েন্দাপ্রধান নিয়োগ দিলো পাকিস্তান॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সবয়েয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিককে। গোয়েন্দাপ্রধান নিয়োগ নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে প্রায় তিন সপ্তাহ ধরে কথিত অচলাবস্থার পর তাকে নিয়োগ দেওয়া হলো। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই খবর দিয়েছে। গুরুত্বপূর্ণ এ পদে ২০২১ সালের পর এই প্রথম পরিবর্তন এলো। যদিও পাকিস্তানি আইএসপিআরের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

নবনিযুক্ত আসিম মালিক লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুমের স্থলাভিষিক্ত হবেন, যাকে ২০২১ সালে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান নিয়োগ দিয়েছিলেন। নতুন গোয়েন্দা প্রধান বর্তমানে রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টারে অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। পিটিভি নিউজ জানিয়েছে, সামরিক ক্যারিয়ারে লেফটেন্যান্ট জেনারেল মালিক বেলুচিস্তান পদাতিক ডিভিশনে দায়িত্ব পালন করেছেন এবং ওয়াজিরিস্তানে পদাতিক ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন