আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শুক্রবার নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে সাক্ষাৎ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইউক্রেইনে এখন রাশিয়ার যুদ্ধ শেষ করার সময় বলে মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প তার নির্বাচনি প্রচারে বারবার ইউক্রেইনের প্রেসিডেন্টের সমালোচনা করে এসেছেন। সেকারণে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক কয়েক ঘন্টা আগেও অসম্ভব বলেই মনে হচ্ছিল। শেষ পর্যন্ত দুইজন একে অপরের সঙ্গে বৈঠক করলেন। শুক্রবার জেলেনস্কির পাশে দাঁড়িয়ে ট্রাম্প তার প্রশংসাও করেছেন। দুইজন পাশাপাশি দাঁড়িয়ে থাকার সময় জেলেনস্কি বলেন, তিনি মনে করেন তারা দুইজন একটি ব্যাপারে একমত, আর তা হচ্ছে “যুদ্ধ শেষ হতে হবে এবং পুতিন জিততে পারেন না।” যুদ্ধ জয়ের বিস্তারিত পরিকল্পনা ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলেও জেলেনস্কি উল্লেখ করেন। ওদিকে, জেলেনস্কির সঙ্গে কয়েকবছর ধরে মতবিরোধ থাকার পরও ট্রাম্প বলেন, জেলেনস্কির সঙ্গে তার সম্পর্ক খুবই ভাল ছিল।ট্রাম্প এও বলেন যে, “আপনারা জানেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আমার বেশ ভাল সম্পর্ক ছিল। আমি মনে করি আমরা নির্বাচনে জিতলে খুব তাড়াতাড়িই এটি (যুদ্ধ) সমাধান করতে পারব।”