আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে ভারী বর্ষণজনিত সাম্প্রতিক বন্যায় মৃতের সংখ্যা বাড়ছেই। গতকাল সোমবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তিন দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ২০৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও অন্তত ২৯ জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, রাজধানী কাঠমান্ডুসংলগ্ন এলাকাগুলোতে গতকাল বৃষ্টির মধ্যেই অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়। তবে আজ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিভিন্ন নদীর কাছাকাছি অবস্থিত হাজার হাজার বাড়ি প্লাবিত হয়েছে। বেশির ভাগ মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বিভিন্ন ঘরবাড়ির ছাদে আটকা পড়েছে অনেকে। তাদের উদ্ধার প্রসঙ্গে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঋষি রাম তিওয়ারি বলেছেন, ‘আমরা যারা অসুস্থ বা এখনো নিরাপদে আনা দরকার, তাদের জন্য বিমান উদ্ধার জোরদার করেছি।’