News71.com
 International
 04 Oct 24, 12:13 PM
 40           
 0
 04 Oct 24, 12:13 PM

যুদ্ধাবস্থার কারনে ইরান ইরাক ও জর্ডানে এমিরেটস এয়ারলাইনের সকল ফ্লাইট বন্ধ॥

যুদ্ধাবস্থার কারনে ইরান ইরাক ও জর্ডানে এমিরেটস এয়ারলাইনের সকল ফ্লাইট বন্ধ॥

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে ইরান, ইরাক ও জর্ডানে সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইনস। বৃহস্পতিবার বিমান সংস্থাটি এই ঘোষণা দেয়। খবর টাইমস অব ইন্ডিয়া। এক বিবৃতিতে এমিরেটস এয়ারলাইন বলেছে, আঞ্চলিক অস্থিরতার জন্য তারা এ ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবারসহ আগামী ৪ ও ৫ অক্টোবর ইরাক (বসরা ও বাগদাদ), ইরান (তেহরান) ও জর্ডানগামী (আম্মান) সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ সময় কোনো ফ্লাইট সেসব অঞ্চল থেকে উড্ডয়নও করবে না। মধ্যপ্রাচ্যের বৃহত্তম এয়ারলাইন এর আগে শুক্রবার (৪ অক্টোবর) পর্যন্ত দুবাই ও বৈরুতের মধ্যে চলাচল করা সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছিল। এছাড়া জার্মানির লুফথানসা, এয়ার ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ার লাইনসও বৈরুতে ফ্লাইট স্থগিত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন