News71.com
 International
 04 Oct 24, 12:14 PM
 48           
 0
 04 Oct 24, 12:14 PM

পশ্চিমবঙ্গে চিকিৎসক হত্যা॥ এবার দিল্লি অভিমুখে যাত্রার হুঁশিয়ারি আন্দোলনকারীদের

পশ্চিমবঙ্গে চিকিৎসক হত্যা॥ এবার দিল্লি অভিমুখে যাত্রার হুঁশিয়ারি আন্দোলনকারীদের

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের আর জি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যা নিয়ে প্রতিবাদ অব্যাহত আছে। এবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা হুমকি দিয়ে বলেছেন, প্রয়োজনে তারা নয়াদিল্লিতে যাবেন। সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) দপ্তরের সামনে তারা বিক্ষোভ করবেন। খবর এনডিটিভির।  বুধবার জুনিয়র চিকিৎসকরা কলকাতায় ১০ দফা দাবি নিয়ে প্রতিবাদ মিছিল করেন। মিছিলটি কলেজ স্কয়ার থেকে ধর্মতলার রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত যায়। মিছিলে চিকিৎসক ছাড়াও কবি, সাহিত্যিক, শিল্পীসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ হয়। সেখানে প্রশ্ন তোলা হয়, ধর্ষণ-হত্যায় কি একজনই জড়িত, নাকি অনেকজন? কেন সিবিআই এতদিন তদন্ত করেও আসল অপরাধীর নাম প্রকাশ করতে পারল না? প্রয়োজনে আন্দোলনকারীরা নয়াদিল্লিতে যাবেন। সিবিআই দপ্তরের সামনে বিক্ষোভ করবেন। জানতে চাইবেন, কেন সিবিআই এই তদন্তের নামে সময়ক্ষেপণ করছে? এদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশেই রয়েছেন সিনিয়র ডাক্তাররা। শুরুর দিন থেকে তাদের সমর্থনও জানিয়ে এসেছেন। তবে এবার সিনিয়র ডাক্তাররা চাচ্ছেন আন্দোলন, প্রতিবাদ চালিয়ে যাওয়ার পাশাপাশি পূর্ণ কর্মবিরতির পথ থেকে সরে আসুন জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার আর জি করের অডিটোরিয়ামে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় এমনই মতো সিনিয়রদের একাংশের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন