News71.com
 International
 04 Oct 24, 02:10 PM
 54           
 0
 04 Oct 24, 02:10 PM

হিজবুল্লাহপ্রধান নাসরাল্লাহকে আগেই সতর্ক করেছিলেন ইরানের ধর্মীয়নেতা খামেনি॥

হিজবুল্লাহপ্রধান নাসরাল্লাহকে আগেই সতর্ক করেছিলেন ইরানের ধর্মীয়নেতা খামেনি॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি লেবাননে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহকে তাঁর জীবনের ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন। ইসরায়েলি হত্যা চক্রান্ত সম্পর্কে সতর্ক করে নাসরাল্লাহকে লেবানন ছেড়ে যেতে বার্তাও পাঠান খামেনি। ইসরায়েলি হামলায় নিহত হওয়ার কয়েক দিন আগে এ বার্তা পাঠিয়েছিলেন তিনি। তিনটি ইরানি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরা ও রয়টার্সের।সূত্রটি বলেছে, ইরান সরকারের জ্যেষ্ঠ পদগুলোয় ইসরায়েল-সমর্থিত ব্যক্তিরা ঢুকে পড়েছেন কিনা, সেটা নিয়েও এখন গভীর উদ্বেগ দেখা দিয়েছে। লেবাননে গত ১৭ সেপ্টেম্বর পেজার, ওয়াকিটকিসহ হিজবুল্লাহর ব্যবহৃত যোগাযোগের বিভিন্ন যন্ত্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই হিজবুল্লাহপ্রধানকে একটি বার্তা পাঠান খামেনি। ওই বার্তায় হাসান নাসরাল্লাহকে দ্রুত লেবানন ছেড়ে ইরানে চলে আসতে বলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন