News71.com
 International
 05 Oct 24, 09:16 PM
 50           
 0
 05 Oct 24, 09:16 PM

ইসলামাবাদের পর এবার লাহোরে গুলির নির্দেশসহ সেনা মোতায়েন॥

ইসলামাবাদের পর এবার লাহোরে গুলির নির্দেশসহ সেনা মোতায়েন॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই'র ব্যাপক বিক্ষোভের মধ্যে ইসলামাবাদের পর এবার সেনা মোতায়েন করা হয়েছে লাহোরে। পিটিআই সমর্থকেরা লাহোরের মিনার-ই-পাকিস্তানে বিক্ষোভের পরিকল্পনা করার পর এই সেনা মোতায়েন হলো। পাঞ্জাব সরকার সেনা মোতায়েনের আদেশ জারি করে জানিয়েছে, আইন-শৃঙ্খলা বজায় রাখতে কিছু 'ব্যবস্থা গ্রহণের' অনুমতি দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, মুদ্রাস্ফীতি হ্রাস, বিচারবিভাগের স্বাধীনতা এবং ইমরানের মুক্তির দাবিতে পিটিআই তাদের পরিকল্পিত বিক্ষোভকে 'ডু অর ডাই' বলে অভিহিত করেছে। এমন প্রেক্ষাপটে ১৪৪ ধারার অধীনে সমাবেশের উপর নিষেধাজ্ঞার সঙ্গে লাহোরের সমস্ত প্রবেশপথ এবং প্রস্থান পয়েন্টগুলোতে ভারী ব্যারিকেডও দেওয়া হয়েছে। পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগের জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে, পাঞ্জাবের বিমানবন্দর, রুট, ভেন্যু, বাসস্থান ইত্যাদির আশেপাশে সশস্ত্র বাহিনী, অসামরিক সশস্ত্র বাহিনী ও পুলিশ মোতায়েন করা হচ্ছে। যাতে আইন-শৃঙ্খলা বজায় রাখা যায় এবং আসন্ন সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলন চলাকালীন বিদেশি প্রতিনিধিদের সুরক্ষা দেওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন