News71.com
 International
 09 Oct 24, 11:13 PM
 68           
 0
 09 Oct 24, 11:13 PM

উপসাগরীয় আরব দেশগুলোকে ইরানের হুমকি॥

উপসাগরীয় আরব দেশগুলোকে ইরানের হুমকি॥


আন্তর্জাতিক ডেস্কঃ ইরান সতর্ক করে জানিয়েছে, যদি আরব উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে হামলার জন্য তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়, তাহলে এর জবাব দেবে তেহরান। খবর রয়টার্সের। বুধবার (৯ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে ইরানের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার বরাতে লিখেছেন, উপসাগরীয় দেশগুলোর এই পদক্ষেপ মেনে নেওয়া হবে না। তিনি জানান, 'ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, পারস্য উপসাগরীয় অঞ্চলের যেকোনো দেশের কোনো পদক্ষেপ—তা আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করেই হোক, তাকে পুরো গ্রুপের নেওয়া পদক্ষেপ হিসেবে গণ্য করা হবে এবং তেহরান এর যথাযথ জবাব দেবে।' এই সতর্কতা হচ্ছে গত সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া, যেখানে উত্তেজনা বৃদ্ধি পায় তেহরানে ইসরায়েলের পাল্টা হামলার কারণে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বর্তমানে সৌদি আরব ও কাতারসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলো সফর করছেন। কাতারে অনুষ্ঠিত এক এশিয়া সম্মেলনের ফাঁকে তিনি এই সফর করছেন, যেখানে ইরান ও আরব দেশগুলোর মধ্যে আলোচনা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন