News71.com
 International
 14 Oct 24, 07:08 PM
 32           
 0
 14 Oct 24, 07:08 PM

৬ বছর পর জম্মু-কাশ্মীর থেকে প্রত্যাহার রাষ্ট্রপতি শাসন॥নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ওমর আব্দুল্লাহ

৬ বছর পর জম্মু-কাশ্মীর থেকে প্রত্যাহার রাষ্ট্রপতি শাসন॥নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ওমর আব্দুল্লাহ

আন্তর্জাতিক ডেস্কঃ ছয় বছর পর অবশেষে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করা হলো ভারতের জম্মু ও কাশ্মীর থেকে। সেখানে এবার গণতান্ত্রিক সরকার গঠন করা হবে। খবর হিন্দুস্তান টাইমসের। গত শুক্রবার জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান ওমর আবদুল্লাহ। জম্মু ও কাশ্মীরে দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। এ পরিস্থিতিতে আরও একবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হতে চলেছেন ওমর আবদুল্লাহ।

ইতোমধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরিত নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। তাতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯-এর ৭৩ নং ধারা, সংবিধানের ২৩৯ ও ২৩৯এ ধারা অনুযায়ী, মুখ্যমন্ত্রী নিয়োগের আগে জম্মু ও কাশ্মীর থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করা হচ্ছে। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল। সে সময় সেখানে জারি হয়েছিল কারফিউ। কেন্দ্রীয় বাহিনী এবং সেনায় ভরে গিয়েছি গোটা উপত্যকা। তবে তারও আগে থেকেই সেখানে জারি ছিল রাষ্ট্রপতি শাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন