News71.com
 International
 15 Oct 24, 06:48 PM
 19           
 0
 15 Oct 24, 06:48 PM

ভারতের মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের তফসিল॥ ভোটগ্রহণ ২০ নভেম্বর আর গণনা ২৩

ভারতের মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের তফসিল॥ ভোটগ্রহণ ২০ নভেম্বর আর গণনা ২৩

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভার আসনের জন্য ভোট নেওয়া হবে আগামী ২০ নভেম্বর। গণনা আগামী ২৩ নভেম্বর। এই রাজ্যটিতে মোট ভোটারের সংখ্যা ৯ কোটি ৬৩ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ৪.৯৭ কোটি, নারী ভোটার ৪.৬৬ কোটি। ভোট প্রদানের জন্য ১ লাখ ১৮৬টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হবে।

অন্যদিকে, ঝাড়খণ্ডে ৮১টি বিধানসভা আসনের জন্য ভোট নেওয়া হবে দুটি দফায়। প্রথম দফায় ১৩ নভেম্বর এবং দ্বিতীয় দফায় ২০ নভেম্বর। গণনা আগামী ২৩ নভেম্বর। ঝাড়খণ্ডে মোট ভোটারের সংখ্যা ২ কোটি ৬০ লাখ। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৩১ লাখ এবং নারী ভোটার ১ কোটি ২৯ লাখ, প্রথম ভোটারের সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন