News71.com
 International
 15 Oct 24, 06:56 PM
 18           
 0
 15 Oct 24, 06:56 PM

আসন্ন ব্রিকস সন্মেলনে আইএমএফের বিকল্প আর্থিক ব্যবস্থা তৈরির প্রস্তাব রাশিয়ার॥

আসন্ন ব্রিকস সন্মেলনে আইএমএফের বিকল্প আর্থিক ব্যবস্থা তৈরির প্রস্তাব রাশিয়ার॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিকল্প আর্থিক প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানালো রাশিয়া। পশ্চিমা বিশ্বের রাজনৈতিক চাপ মোকাবিলায় ব্রিকসের সদস্য দেশগুলোর প্রতি এই আহ্বান জানায় মস্কো। চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকসের পরবর্তী শীর্ষ সম্মেলন। তার আগেই এই প্রস্তাব দিলো রাশিয়া। বর্তমানে ব্রিকস জোটের সভাপতিত্ব করছে দেশটি। রিকসের মূল সদস্য হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন। এদের সঙ্গে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতও যুক্ত হয়েছে। এ সপ্তাহে মস্কোতে ব্রিকসের শীর্ষ অর্থ ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।


রাশিয়ার অর্থমন্ত্রী আন্তোন সিলুয়ানভ বৈঠকের প্রথম দিনে বলেন, বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থা পশ্চিমা দেশগুলো নিয়ন্ত্রণ করে। অথচ বৈশ্বিক অর্থনীতির ৩৭ শতাংশের প্রতিনিধিত্ব করে ব্রিকস জোট। সুতরাং আমাদের একটি বিকল্প ব্যবস্থা গঠন করা প্রয়োজন। তিনি দাবি করেন, আইএমএফ এবং বিশ্বব্যাংক নিজেদের মূল কাজগুলো করছে না। সংস্থাগুলো ব্রিকস দেশগুলোর স্বার্থে কাজ করছে না বলেও অভিযোগ করেন রুশ মন্ত্রী। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ জব্দ করা হয়েছে, ফলে দেশটির আর্থিক ব্যবস্থায় বড় আঘাত এসেছে। আন্তর্জাতিক পুঁজিবাজার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে মস্কো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন