আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর মঙ্গলবার (১৫ অক্টোবর) পাকিস্তান সফরে গেছেন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে অংশ নিতে এ সফর করছেন তিনি, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। প্রায় এক দশক পর এটি প্রথমবার, যখন কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের মাটিতে পা রাখলেন। সর্বশেষ ২০১৫ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তান সফর করেছিলেন।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক আন্তঃরাষ্ট্রীয় সংস্থা। এর সদস্য রাষ্ট্রগুলো হলো রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান। এসসিও সম্মেলন মঙ্গলবার ইসলামাবাদে শুরু হয়ে বুধবার (১৬ অক্টোবর) শেষ হবে। এ সফরের সময় জয়শঙ্করের পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে আগেই জানানো হয়েছিল। মূলত, তিনি এসসিও সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন। তবে সফরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আয়োজিত নৈশভোজে জয়শঙ্করের অংশগ্রহণেরও কথা রয়েছে।