News71.com
 International
 16 Oct 24, 07:54 PM
 41           
 0
 16 Oct 24, 07:54 PM

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হলেন ওমর আব্দুল্লাহ॥ মোদির শুভেচ্ছা

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হলেন ওমর আব্দুল্লাহ॥ মোদির শুভেচ্ছা

 


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন ‘ইন্ডিয়া’ জোট ও ন্যাশনাল কনফারেন্সের (এসি) নেতা ওমর আবদুল্লাহ। এই নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো রাজ্যটির মুখ্যমন্ত্রী হলেন তিনি। বুধবার (১৬ অক্টোবর) জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ওমর। তার এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ডিএমকের কে কানিমোঝি এবং সুপ্রিয়া সুলে। এককথায় কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতাদের অনেককেই দেখা গেছে সেখানে।

ওমর আবদুল্লাহর সঙ্গে শপথ নিয়েছেন আরও পাঁচ বিধায়ক। উপমুখ্যমন্ত্রী হয়েছেন সুরেন্দ্র সিং চৌধুরী। ওমরের মন্ত্রিসভায় তিনি ছাড়াও জম্মুর প্রতিনিধিত্ব করছেন আরও একজন স্বতন্ত্র প্রার্থী সতীশ শর্মা। তারা ওমরকে নিঃশর্ত সমর্থন জানিয়েছেন। শুধু তাই নয়; বুধবার শপথ গ্রহণের পর ওমর আবদুল্লাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন