News71.com
 International
 17 Oct 24, 09:46 AM
 16           
 0
 17 Oct 24, 09:46 AM

১০০ সৈন্যসহ ইসরায়েলকে অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র দিল যুক্তরাষ্ট্র॥

১০০ সৈন্যসহ ইসরায়েলকে অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র দিল যুক্তরাষ্ট্র॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা ‘থাড’ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১৩ এপ্রিল ও ১ অক্টোবর ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর এ ঘোষণা দিয়েছে দেশটি। খবর রয়টার্সের। থাডের পাশাপাশি সেসব পরিচালনার জন্য প্রায় ১০০ সেনাও পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার জন্য এসব পাঠানো হচ্ছে। ইসরায়েলে সেনাসহ প্রতিরক্ষা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। গত ১৩ এপ্রিল ও ১ অক্টোবর ইসরায়েলে নজিবিহীন হামলা চালায় ইরান। দেশটির এ হামলার পর যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে। ব্যালিস্টিক মিসাইলেরর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এ ঘোষণা ইসরায়েলকে আরও শক্তিশালী করে তুলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন