News71.com
 International
 17 Oct 24, 09:47 AM
 43           
 0
 17 Oct 24, 09:47 AM

পশ্চিমা নিষেধাজ্ঞাকে ‘শত্রুতাপূর্ণ পদক্ষেপ’ বলল ইরান॥

পশ্চিমা নিষেধাজ্ঞাকে ‘শত্রুতাপূর্ণ পদক্ষেপ’ বলল ইরান॥


আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞাগুলোকে ইরানের বিরুদ্ধে ‘শত্রুতাপূর্ণ পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার (১৬ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জর্দানের রাজধানী আম্মানে সাংবাদিকদের এসব কথা বলেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, গত সোমবার ২৭-সদস্যের ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ব্যবহারের জন্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থানান্তরে অংশ নেওয়ার অভিযোগ এনে এয়ারলাইন্সসহ বিশিষ্ট ইরানি কর্মকর্তা ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও তেহরান বরবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এ বিষয়টি তুলে ধরলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, এগুলো শত্রুতাপূর্ণ পদক্ষেপ। আঞ্চলিক উত্তেজনা প্রশমনে এসব পদক্ষেপ সহায়ক হবে না। গত ১ অক্টোবর ইসরাইলে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরানের তেলশিল্পের ওপর নিষেধাজ্ঞা সম্প্রসারিত করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইরান বলেছে, এই অঞ্চলে তেহরানের জোটভুক্ত নেতাদের ও তার বিপ্লবী গার্ডের একজন জেনারেলকে হত্যার প্রতিশোধ হিসেবে হামলাটি চালানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন