আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক মনে করেন, নিজেকে রক্ষায় ‘যেখানে সন্ত্রাসীরা বসবাস করে’ সেখানে বোমা মেরে বেসামরিক নাগরিকদের হত্যার অধিকার ইসরায়েলের আছে। কারণ, সন্ত্রাসীরা সাধারণ এই বেসামরিকর লোকদের অপব্যবহার করছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি জার্মানির পার্লামেন্ট বুন্ডেস্ট্যাগে দেওয়া ভাষণে অ্যানালেনা বেয়ারবক এই কথা বলেন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালায় ইসরায়েল তার এক বছর পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আত্মরক্ষার মানে কেবল সন্ত্রাসীদের আক্রমণ করা নয়, বরং তাদের সমূলে ধ্বংস করে দেওয়া।’
বেয়ারবক আরও বলেন, ‘যখন হামাসের সদস্যরা সামরিক সরঞ্জাম ও অন্যান্য উপাদান নিয়ে সাধারণ মানুষের মধ্যে, স্কুলের পেছনে লুকিয়ে থাকে তখন বেসামরিক স্থানগুলো তাদের সুরক্ষিত থাকার মর্যাদা হারায়। কারণ সন্ত্রাসীরা সেই নিয়মগুলো লঙ্ঘন করে। আমি জাতিসংঘে স্পষ্ট করে দিয়েছি যে, যদি সন্ত্রাসীরা বেসামরিক অবস্থানের অপব্যবহার করে তবে বেসামরিক অবস্থানগুলো এই সুরক্ষিত থাকার মর্যাদা হারাতে পারে।’