News71.com
 International
 20 Oct 24, 10:18 AM
 62           
 0
 20 Oct 24, 10:18 AM

যুদ্ধকবলিত লেবানন থেকে প্রথম দফায় ফিরছেন ৫৪ বাংলাদেশি॥

যুদ্ধকবলিত লেবানন থেকে প্রথম দফায় ফিরছেন ৫৪ বাংলাদেশি॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে প্রবাসী বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগের প্রথম দফায় আসছেন ৫৪ জন। বৈরুতের রফিকি হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রোববার রাত ১০টা ৫০ মিনিটে তারা রওনা হবেন। জেদ্দা হয়ে পরদিন সোমবার সন্ধ্যা ৬টায় তাদের ঢাকায় পৌঁছানোর তথ্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। প্রথম দফায় ৪৭ জন প্রাপ্তবয়স্কের সঙ্গে সাত শিশুও ফিরছেন ওই ফ্লাইটে।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েল। গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে লেবাননে আক্রমণের গতি বাড়িয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে স্থল আক্রমণ শুরুর দুই সপ্তাহ পর ইসরায়েলি সামরিক বাহিনীর এলাকা খালি করার নির্দেশে লেবাননের ১২ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে। এমন অবস্থার মধ্যে দেশে ফিরে আসার জন্য আকুতি জানিয়ে আসছেন প্রবাসী বাংলাদেশিদের অনেকেই। এ বিষয়ে সরকারি সিদ্ধান্তের পর যারা ফিরতে ইচ্ছুক, তাদের নিবন্ধন করতে বলা হয়। সেই নিবন্ধনে ১ হাজার ৮০০ জনের তালিকা পাওয়ার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। নিয়মিত-অনিয়মিত সবার ক্লিয়ারেন্স পাওয়ার প্রক্রিয়া চলার কথাও বলেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন