News71.com
 International
 22 Oct 24, 10:14 AM
 9           
 0
 22 Oct 24, 10:14 AM

বিচার বিভাগের ক্ষমতা সীমিত করে পাকিস্তানে সংবিধান সংশোধনী পাস॥

বিচার বিভাগের ক্ষমতা সীমিত করে পাকিস্তানে সংবিধান সংশোধনী পাস॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে সংবিধানের ২৬তম সংশোধনী বিল পাস হয়েছে। এই বিলে বিচার বিভাগের ক্ষমতা সীমিত করে প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের ক্ষমতা বাড়ানো হয়েছে। এখন থেকে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারবেন। গতকাল সোমবার বিলটিতে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি অনুমোদন দিয়েছেন। এর আগে বিলটিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ বিলটি পাস হওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই দেশটিতে বিতর্ক চলছিল। রোববার পাকিস্তানের পার্লামেন্টে সাংবিধানিক সংশোধনীর একটি প্যাকেজ পাস হয়। এর মাধ্যমে দেশটির আদালতগুলোর সংসদীয় বিষয়ে রায় দেওয়ার ক্ষমতা সীমিত হলো। সংশোধনীতে বলা হয়েছে, এখন থেকে পাকিস্তানের প্রধান বিচারপতিকে সংসদীয় কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এবং তার মেয়াদ তিন বছর নির্ধারিত থাকবে। এছাড়া নতুন একটি সাংবিধানিক বেঞ্চ গঠিত হবে। রোববার মধ্যরাতে শুরু হওয়া অধিবেশনে উত্থাপন করা হয় বহুল আলোচিত বিলটি। স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে শুরু হওয়া অধিবেশনে তুমুল তর্ক-বিতর্কের পর অবশেষে গতকাল সোমবার ভোর ৫টায় পাস হয় ২৬তম সংবিধান সংশোধনী বিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন