News71.com
 International
 23 Oct 24, 09:34 AM
 116           
 0
 23 Oct 24, 09:34 AM

ভারতের সঙ্গে সম্পর্ক আরো ভালো করতে দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর॥

ভারতের সঙ্গে সম্পর্ক আরো ভালো করতে দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী বৃহস্পতিবার ভারতে আসছেন জার্মানির চ্যান্সেলর শলৎস। তার সঙ্গে থাকবেন দেশটির একাধিক মন্ত্রী ও শিল্পপতিরা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর দিল্লিতে দুই দেশের সপ্তম ইন্টার-গভর্নমেন্টাল কনসালটেশন(আইজিসি) হবে। এই বৈঠকে যোগ দিতেই বড় প্রতিনিধিদল নিয়ে শলৎস আসছেন। শলৎসের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী, বিশিষ্ট শিল্পপতিদেরও ভারতে আসার কথা আছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছে, আইজিসি-র বৈঠকের ফলে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরো জোরালো হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বিবৃতিতে জানিয়েছে, ২০০০ থেকে ভারত ও জার্মানির মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমশ গভীর হয়েছে। দুই দেশ তাদের এই বিশেষ সম্পর্কের ২৫ তম বছরে পা দিচ্ছে। শলৎসের এই সফরের ফলে আরো ঘনিষ্ঠ সম্পর্কের পথে যাবে দুই দেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন