News71.com
 International
 23 Oct 24, 09:37 AM
 49           
 0
 23 Oct 24, 09:37 AM

ভারত-চীন সীমান্তে স্থিতাবস্থা ফেরানোর চূড়ান্ত চুক্তি॥ এস জয়শঙ্কর

ভারত-চীন সীমান্তে স্থিতাবস্থা ফেরানোর চূড়ান্ত চুক্তি॥ এস জয়শঙ্কর

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, দুই দেশের মধ্যে এই চুক্তি হয়েছে। এর ফলে ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের আগে দুই দেশের সীমান্ত সুরক্ষা বাহিনী যেভাবে সীমান্তে পেট্রোলিং করতো, তারা আবার তা করতে পারবে। এই চুক্তির ফলে সীমান্ত থেকে সেনার সংখ্যাও কমাবে দুই দেশ। খেয়াল রাখা হবে, যাতে কোনো সংঘর্ষের পরিবেশ নতুন করে তৈরি না হয়। বস্তুত, লাদাখের প্যাংগং লেক অঞ্চল, ডেমচক, হট স্প্রিং, ডেপসাং অঞ্চলে দুই দেশের মধ্যে তীব্র বিতর্ক আছে। প্যাংগংয়ের ৫০ শতাংশ তিব্বত অর্থাৎ, চীনের। ৪০ শতাংশ ভারতের। ১০ শতাংশ বিতর্কিত অঞ্চল। সেখানে দুই দেশই পেট্রোলিং করার চেষ্টা করে। হট স্প্রিং, ডেপসাংয়ের মতো অঞ্চলেও একই সমস্যা আছে। সাম্প্রতিক চুক্তিতে এই সমস্যার সমাধান সম্ভব হয়নি। তবে দুই দেশই সংঘর্ষ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার এই সিদ্ধান্ত কতদিন কার্যকর হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন