News71.com
 International
 24 Oct 24, 09:39 AM
 37           
 0
 24 Oct 24, 09:39 AM

তুরস্কের প্রতিরক্ষা কোম্পানিতে অতর্কিত হামলা॥ নিহত বেড়ে ৫

তুরস্কের প্রতিরক্ষা কোম্পানিতে অতর্কিত হামলা॥ নিহত বেড়ে ৫

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে দেশটির মহাকাশ ও প্রতিরক্ষা কোম্পানি তুসাসের সদর দপ্তরে গতকাল বুধবার জঙ্গি হামলা হয়েছে। এতে অন্তত পাঁচ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহর এক খবরে এই তথ্য জানানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, আঙ্কারার কাহরামানকাজানে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের স্থাপনায় সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় পাঁচ জন মারা গেছেন এবং আরও ২২ জন আহত হয়েছেন।

তুরস্কের নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। হামলার নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। হেবারটুর্ক টিভির এক খবরে বলা হয়েছে, নিরাপত্তা কর্মীদের শিফট পরিবর্তনের সময় একদল হামলাকারী একটি ট্যাক্সি নিয়ে প্রতিরক্ষা কোম্পানিটির ভবন প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় একজন হামলাকারী বড় ধরনের বোমার বিস্ফোরণ ঘটায় এবং সেই সুযোগে অন্য হামলাকারীরা ভবনে ঢুকে গুলি চালাতে শুরু করে। সেখানে জিম্মি পরিস্থিতির সৃষ্টি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন