আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলের উপর দিয়েই যাবে ঘূর্ণিঝড় ‘দানা’। বৃহস্পতিবার ভোররাতে ১১০-১২০ কিমি বেগে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।উড়িষ্যার ধামরা বন্দর ও ভিতরকণিকার মাঝামাঝি আঘাত হানতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। যার জেরে বড় প্রভাব পড়বে উড়িষ্যার লাগোয়া রাজ্য পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও। এখনও বৃষ্টি শুরু না হলেও সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা রয়েছে। বিকেলের পর ৬০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হবে জানিয়েছে কলকাতার আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে দুর্যোগের আশঙ্কায় বন্ধ করা হয়েছে বিমান পরিষেবা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ রাখা হবে কলকাতা বিমানবন্দর। ওই সময়ের মধ্যে বিমানবন্দরে কোনো উড়োজাহাজ ওঠানামা করবে না। নির্দিষ্ট স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উড়োজাহাজগুলোকে।ঘূর্ণিঝড়ের কারণে সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় রেলের তরফে আগেই ১৬০টি ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে। এর সঙ্গে এদিন যুক্ত হলো ৩০টি দূরপাল্লার ট্রেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সব মিলিয়ে ১৪ ঘণ্টা শিয়ালদহ থেকে মোট ১৯০টি ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া স্টেশন থেকে বহু ট্রেন বাতিল করা হয়েছে।