News71.com
 International
 26 Oct 24, 09:48 AM
 42           
 0
 26 Oct 24, 09:48 AM

ইরানে ইসরায়েলি হামলা॥ আকাশসীমা বন্ধ করলো ইরান

ইরানে ইসরায়েলি হামলা॥ আকাশসীমা বন্ধ করলো ইরান

 

আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিশোধ নিতে ইরানে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আই২৪ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ১৪০টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে ইরানে আকাশসীমা বন্ধের খবর এলো। ইরান ইন্টারন্যাশনাল বলছে, ইরানের স্থানীয় সময় শনিবার সকাল ৯টা পর্যন্ত আকাশসীমা বন্ধ থাকবে। তবে ইসরায়েলি হামলার সময় ইরানের আকাশসীমা খোলা ছিল বলে জানানো হয়েছে। সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে ইরাকও তাদের আকাশসীমা বন্ধ করে রেখেছে। আল জাজিরা বলছে, তেহরানে দফায় দফায় বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাসনিম নিউজ এজেন্সি বলছে, তেহরানের কেন্দ্রে বিমান প্রতিরক্ষার সাইরেন শোনা গেছে। ইসরায়েলি নিউজ চ্যানেল ১২ জানিয়েছে, ইরানে এবার দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে ইসরায়েল। তবে এনিয়ে নিউজ চ্যানেলটি বিস্তারিত কিছু জানায়নি। ইরানে হামলার তথ্য নিশ্চিত করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণ ও ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন