আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে আসছে পশ্চিমা দেশগুলো। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেশি দামে তেল বিক্রি অব্যাহত রাখায় এখন রাশিয়ার ওপর আরও কঠোর হওয়ার অঙ্গীকার করেছে জি-৭ দেশগুলো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বৈঠকে মিলিত হয়ে জি-৭ ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা এ সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানান, রাশিয়া যাতে বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করতে না পারে, সে জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।
২০২২ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়ন, জি-৭ এবং অস্ট্রেলিয়া মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে, রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে নির্দিষ্ট দামের সীমা বজায় রাখতে হবে। যাতে তেল বিক্রি থেকে রাশিয়ার আয়ের পরিমাণ কমিয়ে দেওয়া যায়। কিন্তু কিছু দেশ, বিশেষ করে চীন, পশ্চিমা দেশগুলোর নির্ধারিত দামের চেয়ে বেশি দামে রাশিয়ার কাছ থেকে তেল কিনে যাচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার তেল রপ্তানির এই কার্যক্রম বন্ধে আরও কঠোর নজরদারি এবং নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা নিয়েছে জি-৭ দেশগুলো।