News71.com
 International
 29 Oct 24, 09:49 AM
 28           
 0
 29 Oct 24, 09:49 AM

প্রশিক্ষণে নামে রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া॥ পেন্টাগন

প্রশিক্ষণে নামে রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া॥ পেন্টাগন

 


আন্তর্জাতিক ডেস্কঃ পেন্টাগন জানিয়েছে, উত্তর কোরিয়া প্রায় ১০,০০০ সেনা রাশিয়ায় পাঠিয়েছে, যা আগের ধারণার চেয়ে তিনগুণ বেশি। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়া এবং সৈন্য প্রেরণ নিয়ে উত্তর কোরিয়ার এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ইউক্রেন যুদ্ধ বিস্তারের আশঙ্কায় সতর্ক করেছে ন্যাটো। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাব্রিনা সিং জানান, উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পূর্বাঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছে এবং তারা সম্ভাব্যভাবে রুশ সেনাদের শক্তিবৃদ্ধি করতে ইউক্রেন সীমান্তের কাছাকাছি মোতায়েন হবে। তার মতে, কিছু সেনা ইতোমধ্যে ইউক্রেনের কাছাকাছি রাশিয়ার কুরস্ক অঞ্চলের দিকে এগিয়ে গেছে। রাশিয়া সম্ভবত এদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বা যুদ্ধে সহায়তার জন্য কাজে লাগাতে পারে, যা আন্তর্জাতিক উদ্বেগ বাড়াচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন