আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর। কিন্তু তার আগেই দেশটিতে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৮ অক্টোবর) ডেলাওয়ারে আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বাইডেনকে ডেলাওয়ারে একটি ভোটকেন্দ্রে দেখা যায়। সেখানেই তিনি ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দিয়েছেন। গত জুলাইতে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন বাইডেন। তার পরিবর্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে মনোনয়ন দেওয়া হয়। বাইডেন বলেছেন, কমলা ও আমি মিলে আমাদের আরও অনেক কাজ করার আছে। ভোট দেওয়ার পর বাইডেনকে জিজ্ঞেস করা হয় কমলা জিতবেন কিনা? এর জবাবে বাইডেন বলেছেন, আমি মনে করি আমরা জিতব। এদিকে মার্কিন নির্বাচন ৫ নভেম্বর হলেও ইতোমধ্যে দেশটির ৪০টির মতো অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ চলছে। এরইমধ্যে ৩ কোটি ২০ লাখ মানুষ এ সুযোগ গ্রহণ করেছে।