News71.com
 International
 29 Oct 24, 06:19 PM
 52           
 0
 29 Oct 24, 06:19 PM

বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নতি হলে মৈত্রী সেতু ও আখাউড়া রেলপথ চালু হবে॥ত্রিপুরা মুখ্যমন্ত্রী

বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নতি হলে মৈত্রী সেতু ও আখাউড়া রেলপথ চালু হবে॥ত্রিপুরা মুখ্যমন্ত্রী

 


নিউজ ডেস্কঃ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে যাতে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিনিয়ত আলোচনা চলছে। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে মৈত্রী সেতু, আগরতলা আখাউড়া রেলপথ নিয়মিতভাবে চালু হবে। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকলে সে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। মঙ্গলবার (২৯ অক্টোবর) আগরতলায় এক অনুষ্ঠান শেষে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের নাগরিক ও রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ত্রিপুরায় অনুপ্রবেশ রুখতে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে হবে। এজন্য তিনি প্রতিনিয়তই কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি উত্থাপন করছেন। অনুপ্রবেশ ঠেকাতে ত্রিপুরায় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবুও, প্রতিনিয়ত অনুপ্রবেশ ঘটছে, তা বন্ধ করার জন্য যেসব জায়গায় এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ করা যায়নি এ জায়গাগুলোর কাজ সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন