আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট শেষ হতে যাচ্ছে। বেশ কয়েকটি রাজ্যে আনুষ্ঠানিকভাবে ভোটকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে শেষ হবে অন্যান্য রাজ্যগুলোর ভোট কেন্দ্রের দরজা। চলছে ফল গণনাও। অনানুষ্ঠানিকভাবে বলা চলে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়া ডোনাল্ড ট্রাম্পই ফের বসতে যাচ্ছেন মার্কিন মসনদে। মার্কিন গণমাধ্যমগুলোর প্রকাশিত খবর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন ১৭৮টি ইলেক্টোরাল ভোট নিয়ে। ২৭০ ইলেক্টোরাল কলেজের কোটা পূরণ করতে তার প্রয়োজন আরও প্রয়োজন আর ৯২ ভোট। অপরদিকে কমলা হ্যারিস পেয়েছেন ৯১ ভোট। তার দরকার আরও ১৭৯টি ইলেক্টোরাল ভোট।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল কলেজ ৫৩৮। একজন প্রার্থীর জয়ের জন্য প্রয়োজন ২৭০ ভোট। প্রতিবেদনগুলো বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সবার আগে ভোট শেষ হয় কেন্টাকিতে। এরপর ইন্ডিয়ানা রাজ্যের ভোট শেষ হয়। তারপর থেকেই ভোটবুথগুলো থেকে ফলাফল আসতে শুরু করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পাচ্ছেন বলে পূর্বাভাস দিয়েছে বিবিসি। ভারমন্টে জয় পাবেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস- এ কথাও বলা হয়েছে বিবিসির প্রতিবেদনে।