News71.com
 International
 07 Nov 24, 10:37 AM
 38           
 0
 07 Nov 24, 10:37 AM

আমি সব যুদ্ধই বন্ধ করে দেব॥ ডোনাল্ড ট্রাম্প

আমি সব যুদ্ধই বন্ধ করে দেব॥ ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান রাশিয়া-ইউক্রেন এবং ইসরায়েল-হামাস-লেবানন সংঘর্ষের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‌‌‘যুদ্ধ শুরু হবে না, শেষ হবে।’ তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বশ্রেষ্ঠ করতে আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো। বুধবার (৬ নভেম্বর) ফ্লোরিডায় নিজেকে জয়ী ঘোষণা করে দেওয়া বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। ফ্লোরিডার ওয়েন্ট পাম বিচে উচ্ছ্বসিত জনতার সামনে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের কোনো যুদ্ধ ছিল না। আইএসআইএসকে পরাজিত করা ছাড়া চার বছর ধরে আমাদের কোনো যুদ্ধ হয়নি। তারা (ডেমোক্র্যাটরা) বলেছিল, ‘‘সে (ট্রাম্প) একটি যুদ্ধ শুরু করবে’’। আমি যুদ্ধ শুরু করব না, আমি যুদ্ধ বন্ধ করে দেব।’

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে ৫৩৮টির মধ্যে ইলেকটোরাল কলেজের ২৭০টি ভোট দরকার পড়ে। সেই ম্যাজিক ফিগার ছাড়িয়ে ২৯৪ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩ ইলেকটোরাল কলেজ ভোট।তিনিই এখন দেশটির ৪৭তম নির্বাচিত প্রেসিডেন্ট। এর মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ট্রাম্প। এই জয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩১ বছরের রেকর্ড ভাঙলেন তিনি। দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের পর দ্বিতীয় মেয়াদে নির্বাচন করে পরাজিত হয়ে চার বছর পর পুনরায় নির্বাচনে জয়ী হলেন ট্রাম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন